বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শওকত ওসমান(৪৩) গতকাল বৃহস্পতিবার রাতে সড়ক দুঘর্টনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি পুঁইছড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বদরুল আমিন চৌধুরীর পুত্র।
জানা যায়, পুইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শওকত ওসমান বর্তমানে প্রেমবাজার এলাকায় একটি ফার্মেসি ও পল্লী চিকিৎসা করে থাকেন। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাঁশখালী উপজেলা সদর থেকে দোকানের জন্য প্রয়োজনীয় ঔষধ নিয়ে পুইছড়ি প্রেমবাজার নিজের দোকানে যাওয়ার সময় টাইম বাজার এলাকায় তার গাড়িকে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তার মাথায় ও ডান হাতে আঘাতপ্রাপ্ত হন।
রাতে তাকে আশংকাজনক অবস্থায় বাঁশখালী হাসপাতালে আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে প্রেরণ করেন।
পুঁইছড়ি ইউনিয়নের ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম বলেন, “সাবেক ইউপি সদস্য মো. শওকত ওসমানের আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেকে প্রেরণ করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো বলেন, “শওকতের ২ ছেলে ১ মেয়ে রয়েছে। তার পিতা দীর্ঘ সময় ইউপি সদস্য ছিলেন। পরে শওকত ইউপি সদস্য হন। বর্তমানে পল্লী চিকিৎসা ও ঔষধের দোকান করেন প্রেমবাজার এলাকায়।”