নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৩ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি ছয় কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ১২ হাজার টাকা ও ২টি মোবাইল সেটসহ একজনকে আটক করা হয়। গত বুধবার নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। এদিকে নগরীর চাক্তাই সন্দ্বীপ ঘাট থেকে প্রায় ১৯ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত বুধবার দুপুর পৌনে ১টার দিকে কঙবাজারের কুতুবদিয়া থেকে সন্দ্বীপ ঘাটে আসা একটি যাত্রীবাহী ট্রলার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানায় র্যাব–৭। গ্রেপ্তাররা হলেন, আবদুর রহিম (৩৫), মো. রিদওয়ান (৩০) এবং মো. জাহাঙ্গীর আলম (২০)। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন থেকে কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ আশপাশের জেলার মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন। জব্দ করা ইয়াবার মূল্য আনুমানিক ৫৮ লাখ টাকা।
মোটরসাইকেল যোগে চান্দগাঁও থেকে মইজ্জারটেক গরু বাজার যাওয়ার পথে নতুন ব্রিজ পার হয়ে টোল গেইটের সামনে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় মোহাম্মদ শাকিল (২৯)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার ভোরে চিকিৎসা নিতে যান তিনি। এরই মধ্যে পাঁচলাইশ থানা পুলিশের কাছে খবর আসে আহত সোহেলের ব্যাগে ইয়াবা আছে। থানার একটি টিম তার ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে ও তাকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করে।
বায়েজিদ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকা থেকে খুরশিদা বেগম নামে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তার ব্যাগের ভেতর থেকে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।











