সাতকানিয়ায় সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় লোহার চেয়ার দিয়ে আঘাত করে ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে এক বিক্রয় প্রতিনিধি। আহত ট্রাফিক পুলিশের নাম আজাদ উদ্দিন (৪২)। এ ঘটনায় অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সাতকানিয়ার কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কর উপজেলার ঢেমশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপিতের চর এলাকার সোনা মিয়ার ছেলে।
ভুক্তভোগী পুলিশ সদস্য লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের চর আফজল নগর এলাকার মোজাম্মেল হকের ছেলে ও সাতকানিয়ার কেরানীহাটে ট্রাফিক কনস্টেবল হিসেবে কর্মরত।
পুলিশ জানান, গতকাল সকাল ৯ টার দিকে কেরানীহাট মোড়ে ট্রাফিক কনস্টেবল আজাদ উদ্দিন যানজট নিরসনে কাজ করছিল। এসময় হক টাওয়ারের সামনে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান চালককে সড়ক থেকে সরে যেতে বললে বিক্রয় প্রতিনিধি আবু বক্কর গাড়ির কাছে এসে পুলিশের কাজে বাধা দেয় ও গালিগালাজ করে। পরবর্তীতে সাতকানিয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এর প্রায় আধা ঘণ্টা পর বিক্রয় প্রতিনিধি আবু বক্কর পুলিশকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে ও মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। ওই সময় কনস্টেবল আজাদ তাকে বাধা দিলে সে তাকে ধাক্কা দেন। একই সময় কনস্টেবল আজাদও বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে তার হাতে থাকা লাঠি দিয়ে শরীরে একটি আঘাত করেন। এতে বক্কর ক্ষিপ্ত হয়ে পাশে তার মামার দোকান থেকে একটি লোহার চেয়ার এনে আজাদের মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। এসময় অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী জানান, মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে সড়ক থেকে সরে যেতে বলায় আমার এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে বিক্রয় প্রতিনিধি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি, আহত পুলিশ কনস্টেবল ও ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত বক্করকে গ্রেপ্তার করা হয়েছে।