সড়ক ডিভাইডারে আছড়ে পড়ল দ্রুতগতির বাইক,কিশোরের মৃত্যু

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

রাউজানরাঙামাটি সড়কের গহিরা মিয়ারঘাটা এলাকায় সড়ক ডিভাইডারে দ্রুতগতির মোটরসাইকেল আছড়ে পড়ে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম তারেক (১৭)। তারেক পৌরসভার পশ্চিম গহিরার রইছ কাদের চৌধুরী বাড়ির খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় আহত জনি ও রণি একই ওয়ার্ডের সিকদার বাড়ি এবং সাবেক পৌর মেয়র হাসান চৌধুরীর বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে কয়েকটি মোটরসাইকেলযোগে কিছু কিশোরযুবক গহিরা এলাকার একটি অনুষ্ঠানে যাচ্ছিল। দ্রুতগতির একটি মোটরসাইকেলে তিন আরোহী ছিল। চালক তারেক অন্য একটি গাড়িকে পাশ কাটানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি তীব্র গতিতে সড়ক ডিভাইডারে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় তারেক। দুর্ঘটনায় গুরুতর আহত জনি ও রণি। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, নিহত তারেকের বাড়ি গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাউজানের বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি নিহতদের জানাজায় অংশ নেন। আহত দুজনের খোঁজ খবর নেন এবং তাদের চিকিৎসা খরচ চালানোর দায়িত্ব নেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা, ফিরোজ আহমদ, মোহাম্মদ ইকবাল, সাবের সুলতান কাজল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পোস্টার-ব্যানার সরালেন বিএনপি ও জামায়াত প্রার্থী
পরবর্তী নিবন্ধচলাচলের পথে ভবন নির্মাণ