সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা

৪ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:৫৯ পূর্বাহ্ণ

নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়কের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় দায়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধশীতার্তদের পাশে মহিলা সমিতি-চট্টগ্রাম