সড়ক ও ফুটপাত থেকে ৬০টি অস্থায়ী দোকান উচ্ছেদ

চমেক হাসপাতাল ও চকবাজার এলাকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চকবাজার এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধভাবে গড়ে ওঠা ৬০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কে বি ফজলুল কাদের রোড, চকবাজার কলেজ রোড ও কেয়ারি ইলিশিয়াম সংলগ্ন সড়কে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট বসিয়ে জুনদুর্ভোগ সৃষ্টি করা হয়। জনদুর্ভোগ লাঘবে এসব অবৈধ দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক থেকে ঋণ নিয়ে ৩ হাজার ১৮৫ কোটি টাকা আত্মসাৎ, দুদকের ২ মামলা
পরবর্তী নিবন্ধসাজ্জাদ ও তার স্ত্রীকে ৭ মামলায় দেওয়া জামিন স্থগিত