সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদ অর্ধশতাধিক দোকান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৮:৫৮ পূর্বাহ্ণ

নগরের কাজীর দেউড়িসহ আশেপাশের এলাকা থেকে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে রাখা ইট-বালু ও ট্রাক জব্দ করেছে সংস্থাটি। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী। তিনি আজাদীকে জানান, চট্টেশ্বরী মোড় থেকে ব্যাটারি গলি, আলমাস সিনেমা হল হয়ে কাজীর দেউড়ি পর্যন্ত অভিযান চলে। সার্কিটের হাউজের পেছনের কর্নার থেকে ইট ও ট্রাকবর্তি বালি জব্দ করা হয়। জব্দ হওয়া ৩ হাজার ইট ও ট্রাক ভর্তি বালু চসিকের সাগরিকা ইয়ার্ডে জমা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডিবেটিং সোসাইটির অফিস থেকে ২০ ট্রফি চুরি
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা