চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু এবং কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি ও পেকুয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এ ঘটনা ঘটে।
হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলায় গত ২৪ ঘণ্টার মধ্যে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় স্বরবিন্দু (৭৪) এবং মোহাম্মদ সরোয়ার উদ্দীন (৩৮) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সরোয়ারকে আশেপাশের লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বরবিন্দু সোমবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাউজান প্রতিনিধি জানান, উপজেলার হলদিয়া ভিলেজ রোডে মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই জীপের সংঘর্ষে মোহাম্মদ জাবেদ (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি হযরত এয়াছিন শাহ কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং নিহতের পরিবার জানায়, জাবেদ একটি ওয়াজ মাহফিলের দাওয়াতি কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
ফটিকছড়ি প্রতিনিধি জানান, মন্দিরে পূজা শেষ করে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুই নারী আহত হন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেকশনে নারায়ণহাট–মানিকছড়ি সড়কে এ ঘটনা ঘটে।
পেকুয়া প্রতিনিধি জানান, উপজেলার টইটং বাজার সংলগ্ন কালভার্ট এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে পিয়ার হাসান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর ডাম্পারটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এই সব দুর্ঘটনার ঘটনায় পুলিশ, স্থানীয় প্রশাসন এবং স্বজনরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।












