সড়কে নিরাপদ থাকা ও রোধে যা করতে হবে

শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মশালা | বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকউত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সকলের উদ্দেশ্য। শিশু ও শিক্ষার্থী থেকে শুরু করে কেউই সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছে না। সড়কের অব্যবস্থাপনা, ট্রাফিক

 

নিয়মকানুন সম্পর্কে অনভিজ্ঞ ও অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, ধর্মীয় স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপ্রচারণা অব্যাহত রাখতে হবে। গতকাল বুধবার

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়াস্থ লিডার্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে ট্রাফিকউত্তর বিভাগ আয়োজিত ‘ছাত্রছাত্রীদের মাঝে নিরাপদ সড়ক ব্যবহার ও ট্রাফিক সচেতনতা’ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুর্ঘটনা রোধে রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ বা

জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে। কোন সমস্যা দেখলে জরুরী সেবা ৯৯৯এ ফোন করে সহযোগিতা নিতে হবে।

তিনি বলেন, সড়কে দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, ধর্মীয় স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপ্রচারণা অব্যাহত রাখতে হবে।

সিএমপি’র ট্রাফিকউত্তর বিভাগের টিআই (প্রশাসন) মো. কামাল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লিডার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) আবু নাসের মো. তোহা। উপস্থিত ছিলেন টিআই মো. আলমগীর হোসেন, মো. রেজাউল করিম খান, বিপুল পাল, ট্রাফিক সার্জেন্ট শিমুল মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখানদীঘি হাই স্কুলে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধআইআইইউসির ফিমেল একাডেমিক জোনে গেম ফিয়েস্তার পুরস্কার বিতরণ