সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কত সুন্দর জীবনের অকাল পরিসমাপ্তি ঘটছে। অসহায়ভাবে দুর্ঘটনায় যে শত শত মানুষকে হতাহত হতে হয় তার প্রতিকারের জন্য ব্যাপকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনা কমে যেত বলে আমাদের বিশ্বাস। দুর্ঘটনার বিবিধ কারণ নির্ণয়ের মাধ্যমে বাস্তব সম্মত ব্যবস্থা গৃহীত হলে এত অধিক দুর্ঘটনা হতো না। অবশ্য সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ রয়েছে। ধরতে গেলে ঐ কারণগুলো কারো অজানা থাকার কথা নয়। কেবল প্রতিকারের বাস্তব প্রচেষ্টা দরকার। সড়ক দুর্ঘটনাজনিত মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করা হলে অবশ্য দেখা যাবে যান্ত্রিক গোলযোগ এবং বেপরোয়া গাড়ি চালনাই অধিকাংশ দুর্ঘটনার জন্য দায়ী। এর পরে রয়েছে চালকের অযোগ্যতা, উদাসীনতা বা আইনের প্রতি শ্রদ্ধাবোধের অভাব, সড়কের দুরবস্থা ইত্যাদি কারণ। তাই দুর্ঘটনা নিরসনে বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন।
নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।