সড়কে ঝরল ৬ প্রাণ

রাঙ্গুনিয়ায় দুই বাইক আরোহী ছাত্রের মৃত্যু ।। লোহাগাড়ায় বাইকে করে জানাজায় যাচ্ছিল তিন ভাই, পথে থেমে গেল একজনের জীবন ।। সীতাকুণ্ডে মারা গেছেন তিন পথচারী

আজাদী ডেস্ক | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৪:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন। রাঙ্গুনিয়ার তক্তারপুল এলাকায় বাসমোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্র নিহত হয়। সীতাকুণ্ডে তিনটি পৃথক স্থানে পথচারীদের চাপা দেওয়ার ঘটনায় তিনজন মারা যান। লোহাগাড়ায় মালবাহী ট্রলির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। পুলিশ ও হাইওয়ে সূত্রে জানা গেছে, বেশিরভাগ দুর্ঘটনায় ব্যবহৃত গাড়ি এখনও আটক করা সম্ভব হয়নি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার তক্তারপুল এলাকায় গতকাল রাত ৯টার দিকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন ছাত্র নিহত হয়েছে। একজন ঘটনাস্থলেই মারা যায়, আর অপরজনকে হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতরা হলো আবু সুফিয়ান আরমান (১৮) ও মো. আকিব (১৬)। আবু সুফিয়ান দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে এবং ধামাইরহাট হযরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। আকিব লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। দুর্ঘটনার সময় আকিব বাইক চালাচ্ছিল, আর পেছনে বসা ছিলো আবু সুফিয়ান। প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে পূর্বদিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং বাস সড়কের ধারে আটকে থাকে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন বলেন, আবু সুফিয়ানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে মেডিকেলে অপরজন মারা গেছে। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ঢাকাচট্টগ্রাম মহাসড়কে উপজেলার গতকাল তিন পৃথক স্থানে পথচারীদের চাপা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. জসিম জানান, বাঁশবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি মো. মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের আবু তাহের মহাসড়ক পার হতে গিয়ে একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

এর আগে, পৌরসদর এলাকার বটতল স্থানে সোমবার সকালে যুবক মোহাম্মদ আফজাল (২৮) রাস্তা পার হচ্ছিলেন, তখন একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে মারাত্মক আহত হন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

কুমিরা হাইওয়ে পুলিশ জানিয়েছেন, তিনটি ঘটনায় ব্যবহৃত গাড়ি এখনও আটক করা সম্ভব হয়নি।

লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলায় মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামকঙবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৌলভী পাড়ার সৈয়দ আহমদের পুত্র। পেশায় নির্মাণ শ্রমিক রেজাউল ২ সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কঙবাজারমুখী বাইকের সাথে বিপরীতমুখী মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকটি ঘুরে যায়। যার ফলে পেছনে বসা রেজাউল করিম বাইক থেকে ছিটকে পড়ে ট্রলির ধাক্কায় গুরতর আহত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। বাইকটি একইমুখী একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর ট্রলিটি অভ্যন্তরীণ সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করলে ঘটনাস্থলের অদূরে চালক ট্রলিটি রেখে পালিয়ে যায়।

নিহতের ভাই মুবিনুল করিম জানান, কাজের সুবাদে তারা তিন ভাই সাতকানিয়ায় থাকে। ঘটনারদিন তারা তিনজন একটি বাইকে করে এক আত্মীয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করতে বাজালিয়া এলাকা থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। ঘটনাস্থলে পৌঁছলে মালবাহী ট্রলির সাথে সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে বড় ভাই রেজাউল করিম ঘটনাস্থলে মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি আটক করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে চার ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিল সিডিএ
পরবর্তী নিবন্ধওয়াসিমের কবর জেয়ারতে ১৮ জানুয়ারি কক্সবাজার আসছেন তারেক রহমান