সড়কে জনদুর্ভোগ লাঘবে পদক্ষেপ নিন

| সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বিশ্বায়নের এই যুগে যানজট একটি মারাত্মক সমস্যা। কিছু অপরিকল্পিত সিদ্ধান্ত জনদুর্ভোগের কারণ হয়ে উঠছে। ঢাকাচট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী কুমিরা বাইপাস থেকে ফৌজদারহাট বাইপাস পর্যন্ত সড়কে যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। এতে দুর্ভোগে পড়ছে স্কুলকলেজ পড়ুয়া শিক্ষার্থী, বিদেশগামী যাত্রী, অফিসগামী সাধারণ জনগণ।

বিকল্প চিন্তা না করে কর্মব্যস্ত সময়ে চার লেন সড়কের চট্টগ্রামগামী সড়ক বন্ধ করে রাস্তা সংস্কার কতটুকু যৌক্তিক? বিশেষ করে রাত ১০:০০ টা থেকে ভোর ৬:০০ টা পর্যন্ত চট্টগ্রামগামী সড়কে গাড়ির চাপ কম থাকে। সড়ক সংস্কারের জন্য ঐ সময় বেছে নিলে জনসাধারণকে এমন দুর্ভোগে পড়তে হতো না। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ইউটার্ন থেকে বিপরীত পাশে সিঙ্গেল লাইন পরিচালিত করে সংস্কার কাজ চলমান রাখলেও এমন দুর্ভোগ পোহাতে হতো না জনসাধারণকে। যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, আপনারা বিষয়টিতে গুরুত্ব দিয়ে জনদুর্ভোগ লাঘবের ব্যবস্থা করুন।

মঞ্জুর আলম ভূঁইয়া

মীরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরশিদ চৌধুরী : লোক ঐতিহ্যের ধারক
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ