সড়কে খেলতে গিয়ে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আনোয়ার উপজেলার হাইলধর ইউনিয়নের পীর খাইন গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নসিমনের ধাক্কায় আয়াত হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু স্থানীয় পীর খাইন গ্রামের মধ্যমপাড়া নুরুল ইসলাম মাস্টারের বাড়ীর জানে আলমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় জানে আলমের শিশু পুত্র আয়াত বাড়ীর পাশের সড়কে খেলছিল। এসময় দ্রুত গতির ধানবোঝাই নসিমন গাড়ী তাকে ধাক্কা দিলে শিশু আয়াত গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের আমরা হাসপাতালে নেওয়ার পর সেখানে অবস্থার অবনতি হলে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশু আয়াত হোসেনকে মৃত ঘোষণা করে। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক ডা. সুলতানা জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে শিশু আয়াতের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ শিক্ষক নিহত
পরবর্তী নিবন্ধঅনলাইনে আবেদন শুরু ৮ জানুয়ারি