ঢাকা–চট্টগ্রাম মহসড়কের সীতাকুণ্ড অংশে পান বোঝাই একটি পিকআপভ্যান উল্টে দুই পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ পান ব্যাবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মেম্বার বাড়ির বাসিন্দা রমনি মোহন চৌধুরীর ছেলে পান ব্যবসায়ী কমল চৌধুরী (৫৩), একই ইউনিয়নের মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী (৫৪) এবং সাধন চৌধুরীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৪৯) পিকআপভ্যানে পান বোঝাই করে মীরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন। গাড়িটি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ৩জন পান ব্যবসায়ী ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পান ব্যবসায়ী সমীর চৌধুরী ও কমল চৌধুরীর মৃত্যু ঘটে। আহত অপরজন উজ্জ্বল চৌধুরীর অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, এই ঘটনার পর পিকআপ চালক কৌশলে গাড়ি রেখে পালিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।












