টাইগারপাস থেকে আমবাগান-পাহাড়তলী রেলক্রসিং পর্যন্ত সড়কের বিদ্যুতের খুঁটিগুলো আগামীকাল শনিবার থেকে সরানোর কাজ শুরু করতে যাচ্ছে পিডিবি।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে পিডিবির প্রধান প্রকৌশলীর সমঝোতা বৈঠকের পর রাস্তার মাঝখানের বিপদজনক বৈদুতিক খুঁটিগুলো দ্রুত সরানোর এ উদ্যোগ নেয়া হয়। সড়কটিতে বিদ্যুতের খুঁটিগুলো ৩৩ কেভি লাইনের বলে জানিয়েছেন পিডিবির সংশ্লিষ্ট প্রকৌশলী।
এব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শামসুল আলম আজাদীকে জানান, টাইগারপাস থেকে আমবাগান এলাকায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটিগুলো শনিবার থেকে সরানোর কাজ শুরু করবো। কিছু কিছু এলাকায় আমরা সরিয়েছি। সিটি প্রশাসকের সাথে আমার বুধবার কথা হয়েছে। শনিবার ওই এলাকায় শাটডাউন দিয়েছি খুঁটিগুলো সরানোর জন্য। এগুলো সরানোর জন্য সিটি কর্পোরেশন শনিবার টাকা পেমেন্ট করবেন বলেছেন। যেহেতু প্রশাসক বলেছেন, বিষয়টি জনগুরুত্ব সম্পন্ন তাই দ্রুত খুঁটিগুলো সরিয়ে ফেলবো।
নগরীর টাইগারপাসের নেভি কনভেনশন সেন্টার থেকে পাহাড়তলী রেলক্রসিং পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এডিবির অর্থায়নে ১৫ কোটি টাকায় সড়ক সমপ্রসারণের কাজ করছে। সড়কটি আগের চেয়ে দুইপাশে প্রশস্ত করায় রাস্তার পাশের দীর্ঘদিনের বিদ্যুতের খুঁটিগুলো সড়কের ভেতরে পড়ে যায়। এতে যানবাহন চলাচলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পিডিবির সংশ্লিষ্ট প্রকৌশলী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে- সিটি কর্পোরেশন সড়কটি সমপ্রসারণ করার আগে বিদ্যুৎ বিভাগের সঙ্গে বসে সমন্বয় করলে এ সমস্যা হতো না। তখন সিটি কর্পোরেশন পিডিবির সাথে আলোচনা করেনি, টাকাও পরিশোধ করেনি। এই খুঁটিগুলো সড়কের কাজ শুরুর আগেই সরানোর দরকার ছিল। এখন কাজ শেষ হয়ে যাওয়ার পর খুঁটিগুলো সরানো হচ্ছে। এতে করে নতুনভাবে সংস্কারকৃত সড়কটি আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। সড়কের কাজ করতে সেবা সংস্থাগুলোর(পিডিবি, ওয়াসা, গ্যাস, টিএন্ডটি) খুঁটি, পাইপ লাইন ও তার সরানোর জন্য আগেভাগেই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে হয়।