সড়কের পাশেই থাকবে ইতিহাস ঐতিহ্যের তথ্য

চসিককে মন্ত্রণালয়ের নির্দেশনা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৮:৩৭ পূর্বাহ্ণ

সড়কের পাশে ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নির্দশন, সাস্কৃতিক কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য সম্বলিত সাইনবোর্ড ও নির্দেশিকা বোর্ড স্থাপনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত সপ্তাহে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ড. ইনামুল হক স্থানীয় সরকার মন্ত্রীকে একটি পত্র দেন। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভাসমূহকে ইতিহাস-ঐতিহ্য সংক্রান্ত সাইনবোর্ড স্থাপনের নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ করা হয়। এর প্রেক্ষিতেই চট্টগ্রামসহ সারা দেশের সিটি কর্পোরেশনগুলোকে চিঠি দেয় মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধদেয়াল ধসে প্রাণ গেল দুই শ্রমিকের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু