রাঙ্গুনিয়ায় অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের জায়গা কেটে মৎস্য প্রজেক্ট করার দায়ে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আরিফ (২২)। তার বাড়ি আনোয়ারা উপজেলায়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি কাটা হচ্ছিল। অবৈধভাবে সরকারি জায়গা দখল করে অনুমোদন ছাড়া মৎস্য প্রকল্প করার দায়ে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরী বলেন, অভিযানের সময় মো. আরিফ নামে এক ব্যক্তি স্কেভেটর দিয়ে সড়কের মাটি কাটছিলেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে স্কেভেটর।