সড়কের কিনারায় বৈদ্যুতিক খুঁটি, প্রশস্তকরণে বাধা

কাপ্তাইয়ের নজুমিয়াহাট

মীর আসলাম, রাউজান | শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

নানা জটিলতার মাঝে থমকে আছে চট্টগ্রামকাপ্তাই সড়ক উন্নয়ন কাজ। জেলার এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক পথ প্রশস্তকরণের কাজ শুরু করা হয়েছিল কয়েক মাস আগে। সড়ক ও জনপথ বিভাগে ৫০ কোটি বরাদ্দ রেখে কাজ চালাচ্ছেন। এখন সড়কের উন্নয়ন কাজ চালিয়ে যেতে বড় বাধা হয়ে আছে নজুমিয়াহাট এলাকায় বিচ্ছিন্নভাবে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। সড়ক উন্নয়ন পরিকল্পনায় এখানে কাজ করতে হলে বৈদ্যুতিক খুঁটিগুলো সড়ক থেকে দূরে সরিয়ে নিতে হবে। এসব খুঁটি সরাতে দরকার হচ্ছে কয়েক কোটি টাকা। এই টাকা খুঁটি স্থানান্তর জন্য দিতে হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে।

ওই এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, নজুমিয়া হাট কাপ্তাই সড়ক পথের মধ্যে অন্যতম যানজটপূর্ণ এলাকা। এখানে চতুরমুখী রাস্তায় রাতদিন থাকে নানা শ্রেণির গাড়ির চলাচল। বিশেষ করে সপ্তাহের বুধ ও রোববার বাজারের দিনে এখানে সৃষ্টি হয় তীব্র যানজট। এই সমস্যা দেখা দেয় আগের অপ্রসস্থ সড়ক কিনারায় বিদ্যুতের খুঁটি স্থাপনের কারণে।

সরেজমিনে দেখা যায়, সড়ক কিনারায় বিচ্ছিন্নভাবে থাকা সব বৈদ্যুতিক খুঁটি মাঝারি ক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইন। খুঁটির উপর রয়েছে একাধিক উচ্চ ক্ষমতার ট্রান্সফরমার। স্থানীয় ব্যবসায়ীরা বলছেননজুমিয়াহাটের সাথেই রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পৈতৃক বাড়ি ভিটে। তাছাড়া এখানে রয়েছে অনেক ব্যাংক, বীমাসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান। সঙ্গত কারণে এলাকাটি সব সময় থাকে যানজটপূর্ণ। কাপ্তাই সড়ক মুখ মোহরা (রাস্তার মাথা) থেকে পাহাড়তলী চৌমুহনী পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার সড়ক পথের বিভিন্ন ৩ থেকে ৬ ফুট পর্যন্ত মাটি কুড়ে নালা করে সেখানে ইট পাথর ফেলে প্রস্থস্ত করা হয়েছে। আবার কোনো কোনো এলাকায় নালা করে রাখা হলেও সেখানে ইটপাথর না দেয়ায় সড়ক পথ সংকুচিত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক পথে চলাচলকারীদের অভিযোগ প্রায় দুই মাস ধরে এসব নালায় ইট পাথর না দেয়ায় যানবাহন দুর্ঘটনায় পড়ে যাত্রীরা হতাহত হচ্ছে।

বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, নজুমিয়া হাটের খুঁটি সরানোর জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। ওই কাজে তারা চাহিদা পত্র দিয়েছে। এই খাতে খরচ হবে তিন কোটি টাকার বেশি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এই টাকা ছাড় পেলে সেখানে খুঁটি সরানোর কাজ শুরু হবে। কাজ বন্ধ থাকা প্রসঙ্গে এই প্রকৌশলী বলেন, কিছুদিন সড়কের উন্নয়ন কাজ বন্ধ রাখা হয়েছিল বৃষ্টিসহ কিছু সমস্যার কারণে। এখন কাজ শুরু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিবন্ধন অ্যাপ, ব্যালট মুদ্রণ ও আনা-নেওয়ার খরচ কষছে ইসি
পরবর্তী নিবন্ধচবির শিক্ষার্থীরা ফিরতে পারছেন না ভাড়া বাসায়, প্রায় তিন হাজার শিক্ষার্থী ‘উদ্বাস্তু’