স্যুয়ারেজ প্রকল্পের পাইপ লাইনের কাজ করার সময় নগরীর এনায়েত বাজার বাটালী রোড বরফকল গলির মুখে ওয়াসার বিদ্যমান পাইপ লাইন ফেটে পানি বের হয়ে সড়কের কিছু অংশ ধসে পড়েছে। একাংশ ডুবে যায়। এসময় ওই এলাকায় পানি সংযোগ বন্ধ হয়ে পড়ে। এনায়েত বাজারের এ অংশে টিনের ঘেরাও দিয়ে গত ১৫/২০দিন আগ থেকে স্যুয়ারেজ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার জুবিলী রোড মড–৪ এর সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ওয়াসার আগের পুরনো পাইপ লাইন যে এলাকায় আছে সেখানে স্যুয়ারেজ প্রকল্পের পাইপ লাইন বসানো হচ্ছে। যার কারণে আগের পুরনো পাইপ লাইনটি পাশে অন্য জায়গায় বসানোর সময় কানেকশন ছুটে গেছে। এ কারণে পানি বের হয়ে সড়কের এই অংশটি ডুবে গেছে।
এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার জুবিলী রোড মড–৪ এর নির্বাহী প্রকৌশলী সৌমিত পাল আজাদীকে বলেন, স্যুয়ারেজ প্রকল্পের পাইপ লাইনের কাজ করার সময় আমাদের আগের পুরনো লাইনটি দেড় মিটারের সরাতে হচ্ছে। আগের লাইনটি সরিয়ে পাশে নতুন করে স্যুয়ারেজের পাইপ লাইন বসানোর সময় কানেকশন খুলে পানি বের হয়েছে। এটি সাথে সাথে উনারা (যারা স্যুয়ারেজ প্রকল্পের কাজ করছে) মেরামত করে দিয়েছেন।
তবে স্থানীয়রা জানান, এনায়েত বাজার বাটালী রোডের বরফকল গলির সামনে ওয়াসা স্যুয়ারেজ প্রকল্পের কাজ করার সময় আগের পাইপ লাইনটি ফেটে যাওয়ায় পানি বের হয়ে সড়কের একাংশ ডুবে গেছে। এর ফলে এলাকার একটি অংশে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এনায়েত বাজার বাটালী রোড বরফকল গলির মুখে রহমান ম্যানসনের বাসিন্দা আরফাতুর রহমান আজাদীকে বলেন, চট্টগ্রাম ওয়াসা গত ১৫/২০ দিন ধরে এনায়েত বাজার বাটালী রোড বরফকল গলির মুখে কাজ করছে। গত দুই–তিন দিন ধরে এই এলাকার নানান জায়গায় লিকেজ হয়ে প্রচুর পানি বের হচ্ছে। আজ (গতকাল রবিবার) ভোর ৪টা ৪০ মিনিটের পর থেকেই পানি লিকেজ হয়ে পাশ্ববর্তী বিল্ডিংয়ের আশাপাশের মাটি ও রাস্তার বেশকিছু অংশ ধসে পড়েছে। বিশাল গর্তের সৃষ্টি হয়ে পানিতে সড়ক ভেসে গেছে। এসময় পার্শ্ববর্তী বিল্ডিংয়ের বাসিন্দাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।












