সৎ মানবিক সমাজ গড়তে কুরআন সুন্নাহর কাছে আসতে হবে

নগর জামায়াতের সেমিনারে এটিএম মাসুম

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, সম্পদশালীদের সম্পদের পরিপূর্ণ ফায়দা পেতে চাইলে ইসলামকে প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলেই যাকাতের পরিপূর্ণ ফায়দা পাওয়া যাবে। যাকাত দিলাম কিন্তু ইসলামের অন্যান্য মৌলিক বিধান পালন করলাম না, এই আংশিক ইসলাম দিয়ে সমাজের সমস্যা সমাধান হবে না, ব্যক্তিরও মুক্তি আসবে না। তাই একটি সৎ, মানবিক সমাজ গড়ে তুলতে হলে কুরআনসুন্নাহর কাছে আসতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। গতকাল রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত ‘বাংলাদেশে যাকাতওশর আদায় ও বণ্টন: অব্যবস্থাপনা ও কার্যকর কর্মপন্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী। সেমিনারে প্রবন্ধের উপর বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুল হাসান, মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সেমিনারে নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যাকাত ও ওশরের হক যথাযথভাবে আদায় করতে হলে সর্বপ্রথম রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, বিগত আওয়ামী সরকার লুটপাট, চাঁদাবাজি, খুন রাহাজানির মাধ্যমে দেশকে যেভাবে ম্যাসাকার বানিয়েছে তার থেকে উত্তরণের একমাত্র উপায় রাষ্ট্রে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মোরশেদুল ইসলাম চৌধুরী, ছাত্রশিবির নগর দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, নগর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু বকর সিদ্দিক, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান এলাহী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মপুরে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার