এলডিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও উত্তর জেলার সভাপতি সাবেক এমপি মো. নুরুল আলম তালুকদার বলেছেন, রাজনীতিতে নতুন সংক্রমণ ব্যাধি হয়েছে। সেটা হল লুটপাট আর দুর্নীতি। লক্ষ্য রাখতে হবে সঠিক নির্বাচনের মাধ্যমে যেনো দক্ষ, সৎ, নীতিবান, নিষ্ঠাবান প্রার্থী নির্বাচিত হন। এরকম ব্যক্তিদের যদি সংসদে পাঠাতে পারেন, সরকার গঠন করা যায়, তবে দেশের সমৃদ্ধির আশা আপনারা করতে পারেন।
গতকাল বুধবার এলডিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা এলডিপি ও অঙ্গসংগঠনের আয়োজনে রাঙ্গুনিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি এস এম ফজলুল কাদের তালুকদার। সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। বক্তব্য দেন, আহমদ কবির, জোনায়েদুল আলম চৌধুরী, মোহাম্মদ নাছের, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ সালাম, মোহাম্মদ জসিম, হাজী মোহাম্মদ হোসেন তালুকদার, মো. আবছার প্রমুখ।