বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সিনিয়র সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান উল কবির চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা গতকাল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। পৌর আ. লীগের যুগ্ম আহ্বায়ক নীলকন্ঠ দাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন উপজেলা আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, পৌর মেয়র এসএম তোফাইল বিন হোছাইন, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, আবু জাফর, মাহমুদুল ইসলাম, সেলিম উদ্দিন চৌধুরী, উপজেলা ওলামালীগের সভাপতি আক্তার হোসাইন, চৌধুরী নাজেমুল হক, মো. ইব্রাহিম সিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এড. সুলতান উল কবির চৌধুরী। শুধুমাত্র বাঁশখালীর নয়, আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা। তিনি জেলা ছাত্রলীগ, কেন্দ্রীয় যুবলীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বাঁশখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। সৎ ও ন্যায়ের মূর্ত প্রতীক ছিলেন এড. সুলতান উল কবির চৌধুরী। সাধারণ মানুষের হৃদয় থেকে সুলতান উল কবির চৌধুরীকে কখনো মোছা যাবে না। যারা সততার সাথে রাজনীতি করবেন জাতি তাদের আজীবন স্মরণ রাখবে।












