দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, নির্বাচন আসলে বিএনপি জামায়াত ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। আগামীতে এদের রাজপথের সন্ত্রাসের জবাব দিবে যুবলীগ। তৃণমূল পর্যায়ে যুবলীগকে সাজাতে হবে সৎ আর ত্যাগীকর্মীদের নিয়ে। সেভাবে কাজ করে যাচ্ছে দক্ষিণ জেলা যুবলীগ। গত ৭ মে কর্ণফুলীর চরলক্ষ্যা একটি কনভেশন হলে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম কায়ছার। সভায় আগামী ১৮ মে শিকলবাহা, ২০ মে বড় উঠান ও ২৭ মে চরলক্ষ্যা ইউনিয়ন যুবলীগের ত্রি–বার্ষিক সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও চলতি মাসে চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা জি এম আনু মিয়া, ওসমান হোসেন, শহীদুল্লাহ শহীদ, ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, তারেক হাসান জুয়েল, সিরাজুল ইসলাম হৃদয়, শফিকুল কুদ্দূস মনি, দেবরাজ রতন, ওয়াজ উদ্দীন আজাদ, হারুনুর রশীদ পাটোয়ারি, হাসান মুরাদ সাগর, মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, ইকবাল হোসেন, আলমগীর বাদশা, সেলিম উদ্দীন, মির্জা মাহাবুব, শাহাদত হোসেন রিটন, রাশেদ রানা, মোহাম্মদ ফারুখ, মোহাম্মদ সাইফুদ্দীন, হাবিবুর রহমান মানিক, জাহাঙ্গীর আলম জয়, মোহাম্মদ ইদ্রিস, এম এ রহিম রহিম, দিদারুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল, জিয়া উদ্দীন রিপন, মনির আহমদ, নেজাম উদ্দীন, চৌধুরী, আহমেদ মহসিন, শহীদুল ইসলাম সৈয়দ, মোহাম্মদ মুসা, ফখরুল আবেদীন জিকু, মহিউদ্দিন খোকন, সাইফুল হাসান, আনোয়ার সাদাত মোবারক, নুরুল ইসলাম নুরু, জাবেদ উদ্দীন চৌধুরী, মনির আহমদ এনামূল হক, মাসুদুর রহমান, সোলাইমান কবির, সাইফুদ্দীন বিপ্লব, জাহেদুর রহমান জাহেদ, আরিফ হোসেন, আনোয়ার হোসেন, মোহাং ইসমাইল, মনির হোসেন ফরহাদ, সেকান্দর বাদশা, আয়েশা আকতার, উর্মী আকতার প্রমুখ।












