সৎ উপার্জন ও হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত

চুনতীর সীরতুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

চুনতীর ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ১৮তম দিনের অনুষ্ঠান গতকাল মঙ্গলবার শাহ্‌ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে উপস্থিত ছিলেন সাতকানিয়া রসূলাবাদ ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু নঈম ছিদ্দিক আহমদ, বান্দরবান ইসলামি শিক্ষা কেন্দ্র মুহতামিম মাওলানা মোহাম্মদ হোছাইন এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা মোজফ্‌ফর হোছাইন নদভী।
কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জাহেদুল হক, হাফেজ মাওলানা আবদুল্লাহ সালাম মুত্তাকি, হাফেজ মাওলানা আতিকুল্লাহ মোবারক, হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, ক্বারী মাওলানা লুৎফুর রহমান। দরসে কুরআন পাঠ করেন মাওলানা শওকত উল্লাহ ফারুকী। সকালের অধিবেশনে আলোচনা করেন মাওলানা জাফর সাদেক ইকবাল। বাদ যোহর অধিবেশনে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব ও মাওলানা এমদাদুল ওয়াহেদ। বাদ আছর অধিবেশনে আলোচনা করেন মাওলানা আবু মুসা খালেদ জমিল। বাদ মাগরিব অধিবেশনে আলোচনা করেন মাওলানা আজিজুল হক আল মাদানী। বাদ এশার অধিবেশনে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম ও মাওলানা এনামুল হক আযাদী। বক্তারা বলেন, জীবনে প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.) এর সুন্নাত আদর্শ অনুকরণ ও অনুসরণ করাই ইসলাম। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘রাসুল (সা.) তোমাদের যা দিয়েছেন তোমরা তা ধারণ করো আর তিনি যা বারণ করেছেন তা হতে বিরত থাকো।’ সুন্নাতের কথা যখন আসে ফরজ ও ওয়াজিব তার আগেই থাকে। ফরজ ও ওয়াজিব পরিত্যাগ করে সুন্নাত পালনের দাবি অসার। সৎ উপার্জন ও হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি ব্লাড ব্যাংকের দ্বি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধছাত্রদল নেতা আবিদের মৃত্যুবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ