চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, চাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, সৎ আদর্শিক নাগরিক রাষ্ট্রকে কল্যাণমূলক ধারণায় উপনীত করতে পারে। গোলাম জিলানী ছিলেন সৎ নাগরিক নেতৃত্বের গুণাবলি সম্পন্ন একজন মানুষ। তাই আমাদেরকে জিলানীর আদর্শকে অনুসরণ করতে হবে। নাগরিক প্রতিষ্ঠানগুলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পারে। তাই আমাদের আরো সক্রিয় হতে হবে। চবি সিনেট সদস্য স ম নজরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী ও এস এম জাকির হোসাইনের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন এস এম ফজলুল হক, মাযহারুল হক শাহ চৌধুরী, ভিপি নাজিম উদ্দীন, সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, ফজল আহমদ। স্মৃতিচারণ করেন, গোলাম জিলানী চৌধুরীর সহধর্মিণী অধ্যাপিকা রেহানা জিলানী, অধ্যাপক মোহাম্মদ আলী, প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, অ্যাডভোকেট শামীম, মহিম, অশোক সাহা, মুস্তাবা কামাল, নেওয়াজ আহমদ চৌধুরী, আমিনুর রসুল, মো. ফরিদ আহমদ, দিলীপ কুমার দাস, অলক দাস গুপ্তা, সোলাইমান খান, আব্দুল হালিম, নুরুল ইসলাম খান, আব্দুল বারী, সালামত আলী, বেলায়েত হোসেন, ডাক্তার জাবিউল, ফয়জুল মতিন, দীপঙ্ক চৌধুরী কাজল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।