সৎসঙ্গে স্বর্গবাস

মোহাম্মদ ওয়াহিদ মিরাজ | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

বন্ধু শব্দটি মাত্র দুই অক্ষরের হলেও এর ব্যাপ্তি বিশাল। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে একজন ভালো বন্ধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিজের জীবন সুন্দর করার জন্য প্রকৃত ভালো বন্ধুর প্রভাব অপরিসীম তাই নিঃসংকোচে বলতে দ্বিধা নেই যে, আদর্শবান বন্ধুর বিকল্প নেই। তাই নিজে ভালো মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকতে হলে ভালো করে যাচাই বাছাইপূর্বক বন্ধুত্ব করা প্রয়োজন। অনেক সময়ে ভালো চরিত্রের মানুষও অসৎ বন্ধুকে অনুসরণের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, আবার মন্দ স্বভাবের মানুষ ভালো মানুষের আদর্শ অনুসরণের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর ও সাবলীল করে গড়ে তুলে। তাই তো বন্ধুত্ব সম্পর্কে জ্ঞানীজনেরা বলে থাকেন, ১০ জন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করা মানে তুমি ১১তম ভালো ব্যক্তিত্বের আর ১০ জন মন্দ মানুষের সঙ্গে সম্পর্ক করা মানে তুমি ১১ নম্বর মন্দ লোক হিসেবে অন্তর্ভুক্ত হবে।

প্রকৃত ভালো বন্ধুগণ বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনবাজি রেখে বন্ধুর সুখ খোঁজে বেড়ায় আবার মন্দ স্বভাবের বন্ধুগণ বিপদের সময়ে সম্পর্ক নষ্ট করে দূরে চলে গিয়ে চরম স্বার্থপরের পরিচয় দেয়। আমাদের দেশে সাধারণতঃ অসম বয়স বা বিপরীত লিঙ্গের বন্ধুত্বকে বাঁকা চোখে দেখা হলেও প্রকৃত পক্ষে বয়স দেখে বা লিঙ্গ ভেদে বন্ধুত্ব হয় না, কারণ প্রকৃত পক্ষে মনের মিল থেকেই এটি গড়ে ওঠে। ভালো মানের একজন বন্ধু থেকে ইহকালের ন্যায় পরকালেও শান্তি পাওয়া যায়। অনেক সময়ে বন্ধুর ভালো পরামর্শে ভুল সিদ্ধান্ত গ্রহণ হতে বিরত থাকতে সহায়ক হিসেবে কাজ করে। এর ফলে সামাজিক সম্মান বা আর্থিক ক্ষতির হাত হতে রক্ষা পাওয়া যায়। তাই তো জ্ঞানীজনেরা ভালো বন্ধুকে আদর্শবান শিক্ষকের সঙ্গেও তুলনা করে থাকেন। যে কোন জটিল বা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জ্ঞানী ও আদর্শবান বন্ধুর পরামর্শকে প্রাধান্য দেয়া প্রয়োজন। তবে এক্ষেত্রে জ্ঞানী বন্ধুর চারিত্রিক বৈশিষ্ট বা আদর্শকে যাচাই বাছাই করতে হবে, কারণ জ্ঞানী বা শিক্ষিত মানুষ মানেই আদর্শবান নয়। আমাদের মাঝে এমন মন্দ লোকও দেখা যায় যে, সম্মুখে বিভিন্ন ধরনের চাটুকারিতার মাধ্যমে একমাত্র ভালো বন্ধু হিসেবে পরিচয় দিলেও পিছনে তার মিথ্যা বদনাম বা সমালোচনা করতে বিন্দুমাত্র কার্পণ্য করে না। প্রকৃত পক্ষে এরা বন্ধু নয়, এরা শত্রুর সমতূল্য। তাই জ্ঞানীজনদের ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’ এমন মূল্যবান বাণীর সঙ্গে মিল রেখে আমিও বলতে চাই স্বার্থবাজ ও আদর্শহীন বন্ধু জীবনে না রাখাই ভালো।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা সকল সুন্দরের অবতার
পরবর্তী নিবন্ধসীমান্তবর্তী দেশ ভারত-পাকিস্তান-মিয়ানমার সংকটে সমস্যার আবর্তে বাংলাদেশ