স্লোভাকিয়ায় বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:২০ পূর্বাহ্ণ

স্লোভাকিয়ায় করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় আরোপিত সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। দেশটি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার রাজধানীসহ দেশজুড়ে অন্যান্য শহরেও মানুষ বিক্ষোভ করেছে। ইউরোপের বেশিরভাগ দেশেই সমপ্রতি করোনা সংক্রমণ প্রথম দফার চেয়েও দ্বিতীয় দফায় আরও বেশি গুরুতর আকার ধারণ করেছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে জাতি-ধর্মগত অপরাধ ঊর্ধ্বমুখী
পরবর্তী নিবন্ধকরোনার এক বছর, বিপর্যস্ত বিশ্ব