স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

| সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

মধ্যইউরোপের দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার এডুয়ার্ড প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন। এর আগে, স্লোভাকিয়ার মন্ত্রীরা পদত্যাগ করায় এডুয়ার্ডের মন্ত্রিসভা দুর্বল হয়ে পড়ে। আগামী সেপ্টেম্বরে স্লোভাকিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে দিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন এডুয়ার্ড। রোববার দিনশেষে প্রেসিডেন্টের সঙ্গে এডুয়ার্ডের সাক্ষাৎ করার কথা রয়েছে। স্লোভাকিয়ায় নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা আছে প্রেসিডেন্টের হাতে। সেপ্টেম্বরে আগাম নির্বাচনের আগে স্লোভাকিয়ায় একটি টেকনোক্র্যাট প্রশাসনর পথ সুগম করার জন্য বিরোধীদের কাছ থেকে আহ্বানের মুখে ছিলেন এডুয়ার্ড। খবর বিডিনিউজের।

টিভিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি প্রেসিডেন্টকে আমার কর্তৃত্ব খারিজ করার অনুরোধ জানানো এবং দেশের গণতান্ত্রিক পার্লামেন্ট নির্বাচন শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে অনুষ্ঠান করতে একটি টেকনোক্র্যাট সরকার গঠনের চেষ্টার জন্য সভাপতিত্বের জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৪৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮