বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ ফিশারিঘাট সংলগ্ন স্লুইস গেট এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল, দুইটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত দেড়টা নাগাদ বাকলিয়া থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। অস্ত্রগুলো নবাব খাঁ কলোনি সংলগ্ন স্লুইস গেটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ির ভিতর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর মোড়ানো অবস্থায় ছিল বলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন।