স্রোতের বিপরীতে ভাবনা

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ভালোবাসেন স্বপ্ন দেখতে, কাজ করতে। ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু। এরপর একে একে পা দিয়েছেন ওটিটি থেকে সিনেমা জগতে। কাজের ক্ষেত্রে কোনো কিছুকেই ছোট মনে করেন না তিনি। এ প্রসঙ্গে ভাবনা বলেন, আমার কাছে মাধ্যমটা গুরুত্বপূর্ণ নয়, কাজটাই প্রধান। ভালো কাজ হলে সব জায়গায় কাজ করতে চাই। ভাবনা নিজের অভিনয় দক্ষতা দিয়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তাও।

শোবিজে নিজেকে উপস্থাপন করেছেন ব্যতিক্রম চরিত্রে। হাঁটছেন স্রোতের বিপরীতেও। কাকের প্রতি ভালোবাসা দেখিয়ে ভাবনা নিজের ভিন্নতা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমাদের জীবনে কাক বিরাট বড় ভূমিকা পালন করছে। আমাদের আশপাশের ময়লা খেয়ে পরিষ্কার করছে। তাহলে এই পাখিটাকে নিয়ে এত তাচ্ছিল্য কেন? আমরা অন্য পাখিকে ভালোবাসতে পারলে কাককেও ভালোবাসা উচিত। কাকের প্রতি এত ভালোবাসা। তাই কাককে নিয়ে কোনো অভিনয় করবেন কিনা এমন প্রশ্নে ভাবনা বলেন, অবশ্যই আমি কাককে নিয়ে অভিনয়ে আসবো। তবে সেখানে ভালো গল্প থাকবে। সমাজের জন্য একটা ভালো মেসেজ থাকবে। এমন গল্পে অভিনয়ে প্রস্তাব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেকেই এসেছেন কাকের গল্প নিয়ে। কিন্তু আমি মনের মতো গল্প পেলেই কাজ করবো। তবে ভাবনা স্বপ্ন দেখেন অনেক বড়। নিজেকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। অভিনেত্রী বলেন, আমার স্বপ্নের জায়গা সিনেমা। অনেক মানুষ হলে আসবে, আমার সিনেমা দেখবে। আমার সিনেমার অপেক্ষায় থাকবে। মানুষ আমার অভিনয়ের প্রশংসা করবে। আমার জন্য লেখকরা গল্প লিখবে। আমার জন্য নির্মাতার অপেক্ষা করবে ভাবনা কবে ডেট দিবে। ঈদে আমার সিনেমা মুক্তি পাবে। সবকিছুর মূলে মানুষের ভালোবাসা পাওয়াই ভাবনার উদ্দেশ্য।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি ঘটকের আশ্রয় নিয়েছে
পরবর্তী নিবন্ধসুরধারার সঙ্গীতানুষ্ঠান