আফগানিস্তানে তালেবান গতমাসে ক্ষমতা দখলের আগে টুইটার ও ফেইসবুকে অনেক আফগানই তালেবানের নীতির কড়া সমালোচনা করে নানা পোস্ট ও ছবি দিতেন। কিন্তু তালেবানের কাবুল দখলের পর আফগানরা এখন হামলার ভয়ে এসবকিছুই মুছে ফেলছেন। এমনকী অনেকে স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছেন। খবর বিডিনিউজের। তালেবান সরকার সব আফগানের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কিন্তু দেশ ছেড়ে পালাতে থাকা অনেকেই বিবিসি-কে জানিয়েছেন, তারা তালেবানকে বিশ্বাস করেন না। এই আফগানরা আগে তালেবানের বিরুদ্ধে লড়েছেন কিংবা সাবেক আফগান সরকারের সদস্য ছিলেন। তালেবান নেতারা এই আফগানদের ওপর প্রতিশোধ হামলা না চালানোর জন্য যোদ্ধাদের হুঁশিয়ার করলেও কাবুলে প্রায়ই বেসামরিক মানুষকে হত্যা ও তাদের ওপর নির্যাতন চালানোর খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এক অডিও বার্তায় তালেবান যোদ্ধারা বেশ কিছু প্রতিশোধমূলক হত্যার ঘটনা ঘটিয়েছে-এমন খবর পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে এ নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। সুনির্দিষ্ট কোনও ঘটনার কথাও উল্লেখ করেননি। প্রতিশোধমূলক এইসব হামলার খবরে স্যোশাল মিডিয়া পোস্টের কারণে বিপদে পড়া কিংবা ফেইসবুক ব্যবহারকারী আফগানরা তালেবানের হামলার নিশানা হওয়ার আতঙ্কে আছেন। কাবুল ও আফগানিস্তানের আরেক প্রধান শহরে দুই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের একজনের কয়েক লাখ অনুসারী আছে। তালেবান ক্ষমতায় আসার আগে তিনি প্রভাবশালীও ছিলেন। তালেবানের নীতি ও আচরণের ঘোর সমালোচক ছিলেন তিনি। ওই ব্যক্তিসহ আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তার অ্যাকাউন্ট মুছে ফেলেছেন।