স্যার-ম্যামদের ক্লাস

অদিতি আরেফীন (৩২,০০৪) | বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

লাকী ম্যামের ক্লাসটা হলো ফাগুন মাসের ঘ্রাণ,

অন্‌জু ম্যামের ক্লাসটা যেন কবিগুরুর গান।

উয়ারা ম্যাম আসলে ক্লাসে ইংরেজি পাই শিক্ষা,

কুসুম ম্যামের ক্লাসে চলে বাংলা শেখার দীক্ষা।

দিলরুবা ম্যাম আসলে ক্লাসে শান্ত হয়ে থাকি,

শিল্পী ম্যামের ক্লাসে সবাই বনের ছবি আঁকি।

সুচন্দা ম্যাম বললে সবাই অংক খাতা খুলি,

ফারজিনা ম্যাম আসলে ক্লাসে দুঃখ সবাই ভুলি।

সজীব স্যারের ক্লাসে খেলি নানান ধাঁধার খেলা,

শ্যামল স্যারের ক্লাসটা যেন প্রযুক্তিরই মেলা।

সিরাজ স্যারের ক্লাসে সবাই নৈতিকতা শিখি,

হাসান স্যারের ক্লাসে বসে গল্পগাথা লিখি।

শারমিন ম্যাম এলে যেন পরী আসেন হেসে,

র্শর্মিলা ম্যাম আসেন যেন ফুলের ভেলায় ভেসে।

মিনা ম্যামের ক্লাসে পড়ি বিশ্বপরিচয়,

সখিনা ম্যাম শেখান কেবল ‘জয় বাংলার জয়’।

পূর্ববর্তী নিবন্ধমামার বাড়ি
পরবর্তী নিবন্ধবিশ্ব ঐতিহ্য শান্তিনিকেতন