স্যার, দুই মিনিট কথা বলতে পারবো?

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:০১ পূর্বাহ্ণ

টেলিফোনটি বাজছিল বড় অসময়ে। ক্রমাগত বাজছিল। ‘হ্যালো’ বলতে অপরপ্রান্ত থেকে এক নারীর কণ্ঠস্বর। মধ্যবয়সী বলে মনে হলো। ‘স্যার, দুই মিনিট কথা বলতে পারবো?’ জানতে চাইলেন তিনি। সাহায্যের জন্য ফোন করেছেন বলে মনে হচ্ছিল। গত ক’দিন ধরে এমনতর অসংখ্য ফোনকল রিসিভ করছিলাম।

স্যার, আমি গরীব মানুষ।’ সামনের কথাগুলো কি হবে তা বুঝতে আর অসুবিধা হচ্ছিলো না। ধৈর্য ধরে শুনতে লাগলাম। তিনি বলে চললেন, ‘বন্যায় ডুবে থাকা মানুষগুলোর জন্য বড় কষ্ট লাগছে। আমার কাছে একশ’ টাকা ছিল। কয়েকজন আত্মীয়কে বলে আরো কিছু টাকা যোগাড় করেছি। এগুলো আজাদীকে দিতে চাই’। নড়েচড়ে বসলাম। ভদ্রমহিলা বলে চললেন, স্যার, সব মিলে ৩১৪ টাকা হয়েছে। আপনার নম্বরে বিকাশ করে দিলে কি মানুষগুলো পাবে?’

কি বলবো বুঝতে পারছিলাম না। চোখজোড়া কেমন যেনো ঘোলা হয়ে আসছিল। বললাম, পাঠান, আমরা পৌঁছে দেবো। এমন অকাতরে দান করার মানসিকতা যেদেশের মানুষের রয়েছে, সেদেশে কী কেউ না খেয়ে মারা যেতে পারে!

পূর্ববর্তী নিবন্ধআমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি : ফখরুল
পরবর্তী নিবন্ধদেশিসহ আরো তিনটি দেশের পেঁয়াজ বাজারে, তবু বাড়তি দাম