স্যারের মেয়ে

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:১৪ পূর্বাহ্ণ

নীরব নামের এক যুবক গাড়ি থেকে নামতেই এক ভিক্ষুক হাত বাড়িয়ে দিলো। মেয়ের অসুস্থতার জন্য সাহায্য চাইলো। নীরব মানিব্যাগ বের করে একশত টাকার নোট এগিয়ে দেয়। সামনে পা বাড়াতে যাবে; হঠাৎ ভিক্ষুককে দেখে স্ট্যাচু হয়ে যায় নীরব। লক্ষ্য করেন, এই ভিক্ষুক তার কলেজের অতি প্রিয় একজন শিক্ষক! এমনই এক মানবিক গল্পের বিশেষ নাটক ‘স্যারের মেয়ে’। মিজানুর রহমান বেলালের চিত্রনাট্যে সমপ্রতি এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে স্যারের চরিত্রে অভিনয় করেন আবুল হায়াত আর ছাত্রের ভূমিকায় মনোজ প্রামাণিক।
গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র স্যারের মেয়ে হিসেবে আছেন মৌসুমী মৌ। একটি দৃশ্যে মনোজ ও মৌএকটি দৃশ্যে মনোজ ও মৌ চয়নিকা চৌধুরী বলেন, নতুন ধরণের গল্প। এমন গল্প নিয়ে খুব বেশি কাজ হয়নি। নির্মাণও ভালো হয়েছে। বেশি কিছু বলবো না, শুধু বলবো দর্শক অনেক বছর পর ভিন্ন ধারার নাটক দেখতে পাবেন, সেটাই আমার বড় আনন্দ। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘পদ্মাপুরাণের’ গান প্রকাশ্যে
পরবর্তী নিবন্ধআসছে বৈশাখের গান