বাগান জুড়ে কাঁটাতার
দিইনি।
উঠোন ঘিরে দেওয়াল
তুলিনি।
স্যাংশন শব্দ আবিষ্কার
করিনি।
শুধু অরণ্যের মুক্ত হাওয়া
চেয়েছি।
চেয়েছি সময় অসময় চিঠি
লিখতে।
তোমার চোখের আলোয় ঘরের প্রদীপ
জ্বালাতে।
তোমার হাসির দমকে মৎসার্টের সিম্ফনি
খুঁজতে।
তোমার অগ্নিডানা ছুঁয়ে স্বাধীনতার পতাকা
উড়াতে।
সবই জেনে বুঝে কেন তবে নির্বাসনদণ্ড
দিয়েছ?
আমি তো বাগান জুড়ে কাঁটাতার
দিইনি।
উঠোন ঘিরে দেওয়াল
তুলিনি।
স্যাংশন শব্দ আবিষ্কার
করিনি।









