স্মৃতি ডোবা নদীতীরে

সত্যজিৎ দাশ কাঞ্চন | রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

ভুলে যাওয়া তুমি কেন

আবার আসিলে ফিরে

আবার আনিলে টেনে

স্মৃতি ডোবা নদীতীরে ।

যে গান গেয়েছি কতো

বিরহ বেহাগ সুরে

হারিয়েছি সেই গান

বেদনা অন্তপুরে

যতনে ভুলে যাওয়া

দূঃখ জাগানিয়া স্মৃতি

কেন যে স্মরণ করো

সুখের কমল নীড়ে ।

সেদিন সন্ধ্যা রাত

ভরেছিল ফুলে ফুলে

জীবন তরণী আজ

বেঁধেছি অন্যকূলে

মুছে ফেলো আঁখিজল

বিদূর আঁচল দিয়ে

ভুলে যাও সব ব্যথা

ঘুমাও সুখের নীড়ে !

পূর্ববর্তী নিবন্ধভালো থাকার সহজ উপায়
পরবর্তী নিবন্ধইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু করা যায় না