পার্বত্য জেলা খাগড়াছড়ি মানিকছড়ির তপোবনে বিশ্বশান্তি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে আগামী ২০ সেপ্টেবর মধু পূর্ণিমায় ৮৪ হাজার মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হবে। এ ভাবনা কেন্দ্রে ধর্মপূজা সঙ্গায়নে স্মরণে বিশ্বের অরাজকতা, করোনাভাইরাস মহামারী রোধ, দুঃখ থেকে মুক্তি কামনায় প্রার্থনা ও ধর্মদান অনুষ্ঠিত হবে। এ ভাবনা কেন্দ্রের পরিচালক গুরুভান্তে স্মৃতিমিত্র মহাস্থবির। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে । প্রেস বিজ্ঞপ্তি।