চট্টগ্রাম নগরীতে ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩’ এর পুরষ্কারপ্রাপ্ত ‘স্মার্ট স্কুল বাস’ এর অগ্রগতি প্রতিবেদন এবং অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্ম এ যুক্ত ছিলেন জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাহের অতিরিক্ত সচিব মোঃ হামিদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন এস্পায়ার টু ইনোভেট ( a2i) প্রোগ্রামের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার ওসমান গণি, বিআরটিসির ম্যানেজার, স্মার্ট স্কুল বাসের টেকনোলজি পার্টনার, এটুআই মনিটরিং টিমের অন্যান্য সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এতে স্মার্ট স্কুল বাস ব্যবহারকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণও উপস্থিত ছিলেন।
স্মার্ট ফিচার সম্বলিত এই স্মার্ট স্কুল বাসগুলোতে শিক্ষার্থীরা মাত্র ৫ টাকা ভাড়ায় যে কোনো দূরত্বে যাতায়াত করতে পারবে। কার্ড পাঞ্চ করার সাথে সাথে অভিভাবক এর মোবাইলে তৎক্ষনাৎ এসএমএস নোটিফিকেশন চলে যায়।
যার মাধ্যমে অভিভাবকরা তাঁর সন্তানের অবস্থান ট্র্যাকিং করতে পারেন। স্মার্ট স্কুল বাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এবং অভিভাবকগণ দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৩ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে স্মার্ট স্কুল বাস উদ্যোগটির আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন সাবেক জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।