স্মার্ট সন্দ্বীপ বলতে আমি বুঝি নিরাপদ ও আরামদায়ক নৌ যাতায়াত : এমপি মিতা

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩’র আওতায় স্মার্ট সন্দ্বীপ স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সন্দ্বীপ উপজেলা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা এতে অংশগ্রহণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজেদের সুচিন্তিত পরামর্শ ও আইডিয়া লিখিত আকারে প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। এ সময় তিনি বলেন, স্মার্ট সন্দ্বীপ বলতে আমি বুঝি নিরাপদ ও আরামদায়ক নৌ যাতায়াত। আমরা কাদা মাড়িয়ে যেতে চাই না। আমরা স্মার্টলি স্যুটটাই পরে জুতা পরে সহজ উঠানামার মাধ্যমে নৌপথ পাড়ি দিতে চাই। যখন খুশি তখন সন্দ্বীপ আসা যাওয়া করতে চাই। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন,

কৃষি অফিসার মেজবাহুল করীম, সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন, শিক্ষা অফিসার খোরশেদ আলম, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস, অধ্যক্ষ সুরাইয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, ইলিয়াস সুমন, কাওসার মাহমুদ দিদার।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধউচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়ছে