স্মার্ট বাংলাদেশ হবে ক্ষুধা ও দুর্নীতিমুক্ত

চন্দনাইশে শ্রম প্রতিমন্ত্রী

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ অর্জন করেছি। ২০৪১ সালের মধ্যে আমাদের রুপকল্প স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছি। এই স্মার্ট বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশালী, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটি আদর্শিক দেশ। বর্তমান সরকারের দেয়া সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা ৪১ সালের মধ্যে শতভাগ শিক্ষিত হতে পারবো। বর্তমানে প্রতিটি শিক্ষাঙ্গনে বহুতল একাডেমিক ভবন দৃশ্যমান। ভাল পরিবেশে শিক্ষার্থীরা অনায়াসে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা। যা অতীতে কোনো সরকার করতে পারনি। তিনি গতকাল শুক্রবার চন্দনাইশে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত সনদ ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রনজিত কুমার ধর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম (ধোপাছড়ি), আবদুর রহিম চৌধুরী (বরকল), খোরশেদ আলম টিটু (বরমা), অ্যাড. খোরশেদ বিন ইসহাক (হাশিমপুর) প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ক্যাম্পে অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধভেনেজুয়েলাকে বিদায় করে সেমিফাইনালে কানাডা