সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা নিজেদের উপযোগী করে গড়ে তুলতে হবে। আগামীর রাষ্ট্রের সকল স্তরের পরিচালনার কর্ণধার হিসেবে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে উঠতে শুধু শিক্ষিত ও নাগরিক হলে চলবে না, সুশিক্ষিত ও স্মার্ট হিসেবে মেধা মননে নিজেদের তৈরি করতে হবে। তিনি গতকাল হাটহাজারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও স্টুডেন্টস্ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নূর খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর হোসেন চৌধুরী তপু। আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম, আওয়ামী নেতা সোহরাব হোসেন সৌরভ, শহীদ চৌধুরী, মুজিবুদ্দৌলা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।