স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে কাট্টলী সংসদ

মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সুজন

| শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাট্টলী সংসদ কাজ করবে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শুক্রবার নগরীর উত্তর কাট্টলীস্থ ফয়েজ আলী স্কুল প্রাঙ্গণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কাট্টলী সংসদের ত্রিবার্ষিক সম্মেলন এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মত প্রকাশ করেন তিনি।

কাট্টলী সংসদের সভাপতি ফয়সাল ইমামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনন্দ আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের সাবেক যুগ্মআহবায়ক মাহবুবুল হক সুমন, মহানগর ছাত্রলীগের সভাপতি এম. ইমরান আহমেদ ইমু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসান চৌধুরী, আনসারুল ইসলাম, নুরউদ্দিন চৌধুরী, সেলিম উল্লাহ্‌, মোস্তাকিম বিল্লাহ্‌, নজরুল ইসলাম, জহির উদ্দিন মো. বাবর, মহিউদ্দিন আহমেদ চৌধুরী, সাইফুদ্দিন সাকি, দুলদুল ইসলাম, কুতুব উদ্দিন, জাহিদুল ইসলাম, নুরুল কবির, ইলিয়াছ চৌধুরী, মো. আজম খাঁন, ফেরদৌস মাহমুদ আলমগীর, প্রকৌশলী মিজানুর রহমান জনি প্রমুখ। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য অসিত দেব হৃদয় সভাপতি এবং সামির আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের সভা
পরবর্তী নিবন্ধভারত-বাংলাদেশ সংস্কৃতির বন্ধন চিরকাল অব্যাহত থাকবে