স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন

রোসাংগিরীতে উঠান বৈঠকে এমপি সনি

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

সরকারের উন্নয়ন কর্মযজ্ঞের প্রচার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের উঠান বৈঠক গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। রোসাংগিরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়ে এবার ভবিষ্যত প্রজন্মকে একটি স্মার্ট দেশ গড়ে দেয়ার উদ্যোগ নিয়েছেন। এ স্মার্ট স্বদেশ বিনির্মাণে নারীদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষক আজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম. সফিউল আলম, সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন দুলাল, রোসাংগীরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সমীর চন্দ্র, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সেলিম জাবেদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মাইনুল করিম সাউকি, যুবলীগ নেতা সাহেদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল শুক্কুর, ইউপি সদস্যদের মধ্যে এম এ আকবর, মো. মুবিন শাহ, রাজিব চৌধুরী, আনিসুল ইসলাম, আশরাফ আলী বাবু, নুর নাহার বেগম, লাকি আকতার, সৈয়দা মুজিরুবা সুলতানা, মনির আহমদ, রোসাংগীরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, রোসাংগিরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলছুম আকতার, আবুল বশর মেম্বার, সফিউল আজম মেম্বার, ইলিয়াস জাবেদ, মো. শাহজাহান, হোসাইন সুরুজ, আহমেদ এরশাদ খোকন, মো. ইয়াকুব, আলমগীর রানা, মহিউদ্দিন মানিক, পেয়ারুল ইসলাম, আশরাফুজ্জামান রকি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ২৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ৮শ মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি