‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চাই উন্নত গবেষণা ও প্রযুক্তির সমন্বয়’

চুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, সরকারের ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নত গবেষণা কার্যক্রম ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। বাংলাদেশ একটা দ্রুতবর্ধনমান উন্নয়নশীল দেশ। দেশে প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতার কারণে আমাদের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে নতুননতুন গবেষণার মাধ্যমে দেশের সঙ্কট নিরসনে ও জনকল্যাণে অবদান রাখতে হবে। তবেই দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।

তিনি বলেন, চুয়েট প্রতি বছরই নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করে যাচ্ছে। এতে করে, আমাদের শিক্ষকদের বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সাথে যেমন কোলাবোরেশন বাড়ছে, তেমনি স্বস্ব ক্ষেত্রে গবেষণার অগ্রগতি, সর্বশেষ তথ্য ও জ্ঞানের বিনিময় হচ্ছে। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এগুলো আমাদের আরও শাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চুয়েটের টিএসসি মিলনায়তনে আয়োজিত পদার্থবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তির জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারুকউজজামান চৌধুরী ও চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ। এতে সভাপতিত্ব করেন টেকনিক্যাল কমিটির চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল সেক্রেটারি অধ্যাপক ড. এইচ.এম..আর. মারুফ। কনফারেন্সে অংশগ্রহণকারী বিদেশিদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. সুশান্ত লাহিড়ী, প্রফেসর ড. সালেহ হাসান নকীব, প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন, . হিরোমিতসু হাবা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআব্দুর রশিদ কোম্পানি
পরবর্তী নিবন্ধরোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি এখন অতীব জরুরি