স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সিএমপিতে স্মার্ট ওয়ার্ড গঠনে অবহিতকরণ সভা

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপরেখা২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ১৪নং লালখান বাজার ওয়ার্ডে পাইলট প্রকল্পের আওতায় স্মার্ট ওয়ার্ড সম্পর্কিত কার্যক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপনসহ এক অবহিতকরণ সভা ১৪ সেপ্টেম্বর সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এসময় পাইলট প্রকল্পের সার্বিক কার্যক্রম ও বাস্তবায়ন সংক্রান্ত সচিত্র প্রতিবেদন উপস্থাপন ও অবহিত করেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।

সভায় আরো উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার (ক্রাইম ও অপারেশন) ..ম মাহতাব উদ্দিন, ডিসি (উত্তর) মোখলেছুর রহমান, ডিসি (ক্রাইম ও অপারেশন) নিষ্কৃতি চাকমা, এডিসি (উত্তর) পংকজ দত্ত, এসি (পাঁচলাইশ) আরিফ হোসেন, এসি (বায়েজিদ) বেলায়েত হোসেন, ওসি (পাঁচলাইশ) সন্তোষ চাকমা, ওসি (খুলশি) রুবেল হাওলাদার, মামুনুর রহমান, আবু তাহের (মন্টু) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় চালকের পরিবারের পাশে বোয়ালখালী ফুলতল অটোরিক্সা চালক সমিতি
পরবর্তী নিবন্ধআজ থেকে আমির ভাণ্ডারে ১২ দিনব্যাপী মাহফিল শুরু