‘স্মার্ট বাংলাদেশ তৈরিতে প্রয়োজন স্মার্ট স্বেচ্ছাসেবক’

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস’র (আইসিআরসি) আয়োজনে চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের অ্যাডভান্সড প্রাথমিক চিকিৎসা বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ গত ২৫ অক্টোবর শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরিতে স্মার্ট স্বেচ্ছাসেবক প্রয়োজন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকালীন আমরা জাতি ধর্ম বর্ণ নিবিশেষে আহতদের সেবা দিয়ে থাকি। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরির জন্য আমাদের সহশিক্ষা কার্যক্রম হিসেবে চট্টগ্রামের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল বাধ্যতামূলক করতে হবে। সবাই মানুষের কল্যাণে কাজ করবে।

সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজের সভাপতিত্বে সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ, এইচএম সালাউদ্দিন, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, আইসিআরসি বাংলাদেশের প্রাথমিক চিকিৎসা প্রোগ্রাম ম্যানেজার মো. রাফিউল হক, প্রাথমিক চিকিৎসা ফিল্ড অফিসার এসএম জাকারিয়া ইমাম তানভীর, জালিসা খানম, আবদুর রহিম আকঁন, এসএম জাহিদুর রহমান, সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের প্রোগ্রাম অফিসার মরিয়ম বিবি রশনী, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান।

এটিএম পেয়ারুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরিতে স্মার্ট স্বেচ্ছাসেবক প্রয়োজন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকালীন আমরা জাতি ধর্ম বর্ণ নিবিশেষে আহতদের সেবা দিয়ে থাকি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে রোটারি
পরবর্তী নিবন্ধছয় পৌরসভার মেয়রদের নিয়ে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সেমিনার