চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। পদ্মা সেতু, ট্যানেল, মেট্রোরেল, বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নের কারণে আজ আমরা গর্বিত জাতি। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দেশের উন্নয়নের জন্য আগামিতে শেখ হাসিনাকে আবার ও ক্ষমতায় আনতে হবে। গতকাল শনিবার বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৌরসভার ৭, ৮, ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা যুবলীগের সভাপতি কে বি এম আসাদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার আলমের সঞ্চালনায় সভায় উদ্বোধক ছিলেন দক্ষিণজেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। বক্তব্য রাখেন রেজাউল করিম বাবুল, শফিউল আলম, এস এম জাকারিয়া, অ্যাডভোকেট শাহাদাত কবির বাহাদুর, শফিউল আজম শেফু, রাজু দাশ হিরু, হাজী আবদুল মান্নান রানা, সায়েম কবির, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন তালুকদার, কাউন্সিলর মোহাম্মদ পারভেজ, শাহনাজ পারভিন নিলু, এম.এ হাশেম, নেজাম মাস্টার, জানে আলম, ইউছুপ রেজা, রাসেল তালুকদার, মিজানুর রহমান বাপ্পি, বায়েজিদ রাজু, দেলোয়ার, জাবেদ হোসেন, আহসানুল করিম রুকন, সাইফুদ্দিন, সেকান্দর, জসিম, শাহাদাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।