স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো

ওয়াসিকা আয়শা খান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান তৃতীয়বারের আওয়ামী লীগ থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে যাচ্ছেন। দশম এবং একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে টানা ১০ বছর সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ওয়াসিকা আয়শা খান গত একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওয়াসিকা আয়শা খান গতকাল দৈনিক আজাদীর কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমাদের দলের নেত্রী (সভাপতি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে প্রধানমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা রাখবো।

আমি সংসদ সদস্যের পাশাপাশি দলের একজন কর্মী হিসেবে গত ১০ বছরে নিষ্ঠা ও সততার সাথে জনকল্যাণকর কাজসহ দলীয় ও সংসদীয় বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমার প্রয়াত মাতাপিতা ও চট্টগ্রামবাসীর দোয়ায় এবং জননেত্রীর (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কৃপায় আবার সুযোগ হয়েছে সেটা মহান আল্লাহর রহমত।

আমার প্রয়াত পিতামাতা জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় আনোয়ারাকর্ণফুলীবাসী, প্রিয় চট্টগ্রাম তথা আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। আমিও আমার পিতামাতার আদর্শে আমার প্রিয় আনোয়ারাকর্ণফুলীবাসীর সেবায় অতীতের মতো নিজেকে নিয়োজিত রাখবো। পাশাপাশি নেত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে রাষ্ট্র ও দলীয় সকল কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখবো। তিনি বলেন, যারা দল থেকে মনোনয়ন চেয়েছেন সবাই যোগ্য প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশন সংক্রান্ত পদক্ষেপগুলো সঠিকভাবে সম্পন্ন হলে, নেত্রীর কর্মী হিসাবে আদর্শ সমুন্নত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাবো।

পূর্ববর্তী নিবন্ধনারী ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করবো
পরবর্তী নিবন্ধতৃণমূল পর্যায়ে মহিলা আ’লীগকে আরো সংগঠিত করবো