স্মার্ট বাংলাদেশের মূল চালিকাশক্তি হবে আজকের প্রজন্ম

লোহাগাড়াতে অভিভাবক সমাবেশে মোতালেব

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেছেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রের প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার সেই সব উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ করছেন। গতকাল শুক্রবার সকালে লোহাগাড়া উপজেলার মাইজবিলা অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন, নাজমুল হাসান মিন্টু, সেলিম উদ্দীন, হুমায়ুন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ নেতা ইমরান হোসেন রকি, মোহামদ রিয়াদ প্রমুখ। উল্লেখ্য, এম এ মোতালেব বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে অনুদান প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধশহীদ লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তি প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল