স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন সুশিক্ষিত জাতি : হুইপ

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশ বানাতে চান, স্মাট বাংলাদেশের জন্য প্রয়োজন সুশিক্ষিত জাতি। কিশোর গ্যাং মেধাবী শিক্ষার্থীদের ধ্বংস করছে। অভিভাবকদের সন্তানদের প্রতি সুনজর রাখার আহ্বান জানিয়ে বলেন, যেন তারা মাদক থেকে দূরে থাকে। গতকাল ৬ মার্চ পটিয়া শোভনদন্ডী ডিগ্রি কলেজের নবীন বরণ, অভিভাবক সমাবেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার পুনঃনির্মিত শহীদ মিনার ও একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হুইপ সামশুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার ‘মা’ বলে খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন। বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা এনেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। এ গতি থামানোর অপচেষ্টা কখনো সফল হবে না। হুইপ বলেন, শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য চিন্তা করেন। করোনার ফ্রি টিকা দিয়েছেন। উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের মায়েদের কাছে পাঠাচ্ছেন, যাতে সন্তানদের পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন। তিনি বলেন, শোভনদন্ডী ডিগ্রি কলেজ এলাকাবাসীকে উপহার দিয়েছি, মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে। কলেজ গভর্নিং বডির সভাপতি মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চেয়ারম্যান এম.এ রশিদ, গভর্নিংবডির সদস্য ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, ব্রজহরি চৌধুরী, সাবেক সভাপতি মো. নুরুল আলম, পল্লীবিদ্যুতের জিএম আবু বক্কর সিদ্দিকি, ওসি রেজাউল করিম মজুমদার, অধ্যক্ষ মো. হামিদ হোসাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাছান খোকন, ইউপি সদস্য মো. এহাসানুল হক, ওমর সুলতান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি আরাফাত শাকিল, আলমগীর খালেদ, সাইফুল্লাহ চৌধুরী দুলু, মো. মুছা, এরশাদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধযুবলীগের নেতাকর্মীদের মাঝে বই বিতরণ